
পাকিস্তানে বন্যা দুর্গতদের সহায়তা দিতে যাচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস)। এর প্রধান পিরহোসেইন কুলিভান্ড জানিয়েছেন, পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তারা জরুরি চিকিৎসা ও ত্রাণ দল পাঠানোর জন্য প্রস্তুত।
শনিবার দেওয়া এক বার্তায় আইআরসিএস প্রধান পাকিস্তানি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা আপনার সঙ্গে আছি। মানবিক সহায়তার জন্য আমরা চিকিৎসা ও ত্রাণ টিম পাঠাতে প্রস্তুত।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় উত্তরের বিভিন্ন এলাকায় প্রবল বন্যায় অন্তত ৩২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০৭ জন খাইবার পাখতুনখওয়া প্রদেশে মারা গেছেন। অঞ্চলটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া পাকিস্তান-প্রশাসিত কাশ্মীরে ৯ জন এবং গিলগিত-বালতিস্তানে ৫ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র : বর্না নিউজ এসেন্সি