
পাকিস্তান, আফগানিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ২০ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন। বৃহস্পতিবার জিও নিউজকে একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে অংশ নেবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
সূত্র জানায়, আলোচনার এজেন্ডায় সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে চলতি মাসের ৫ আগস্ট আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের কথা থাকলেও ‘প্রযুক্তিগত’ কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। পরে জানা যায়, মুত্তাকি জাতিসংঘের তালিকাভুক্ত তালেবান সদস্য হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সফরের অনুমতি দেয়নি।
সূত্র আরও জানায়, কাবুল বৈঠকের পরদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।