
তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুটি মসজিদের মিনারসহ ১৬টি ভবন ধসে পড়েছে। একজন নিহত ও ২৯ জন আহতের তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ)।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।
আফাদ জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়। একই ভবন থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রদেশজুড়ে মোট ১৬টি ভবন ধসে পড়েছে, যার বেশিরভাগই জরাজীর্ণ ও ব্যবহারহীন ছিল। এছাড়া দুটি মসজিদের মিনার ধসে পড়েছে। আহতদের মধ্যে কেউ গুরুতর নয় বলেও তিনি জানান।
প্রেসিডেন্ট রিসেপ এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন।