
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দিতে তথ্য প্রদানকারীদের ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মাদুরোকে বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাচালানিদের একজন হিসেবে অভিযুক্ত করেছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, মাদুরো আন্তঃদেশীয় অপরাধী সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা করছেন, যার মধ্যে রয়েছে কুখ্যাত সিনালোয়া কার্টেল। তিনি জানান, যুক্তরাষ্ট্র এরই মধ্যে মাদুরোর সঙ্গে জড়িত ৩০ টন কোকেন ও ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি সম্পদ জব্দ করেছে।
ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নতুন এই ঘোষণায় আগের থেকে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘নারকোটিকস রিওয়ার্ডস প্রোগ্রাম’-এর আওতায় মাদুরোর তথ্যদাতাদের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। এই কর্মসূচি আন্তর্জাতিক বড় মাপের মাদক পাচারে জড়িত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত হয়।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মাদুরো ভেনেজুয়েলাকে ‘নারকো-স্টেট’-এ পরিণত করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক সম্পদ ব্যবহার করে অবৈধ মাদক পরিবহন রুট সুরক্ষা ও মুনাফা অর্জন করছেন।
তবে মাদুরো এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন, এটি তার প্রেসিডেন্সিকে দুর্বল করার জন্য একটি রাজনৈতিক প্রচারণার অংশ।
সূত্র : শাফাক নিউজ