
পাকিস্তানের সেনাবাহিনীপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এমন জল্পনাকে 'নিরর্থক ও মনগড়া' আখ্যা দিয়ে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনও পরিকল্পনা নেই এবং এ নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ অসত্য।
এর আগে গত জুলাই মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছিলেন, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে সরে যেতে বলা হবে বা সেনাপ্রধান আসিম মুনির রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন, এমন কোনো কিছুই ঘটছে না।
প্রধানমন্ত্রী বলেন, "ফিল্ড মার্শাল আসিম মুনির কখনোই রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, এমন কোনও পরিকল্পনাও নেই। আমি, রাষ্ট্রপতি জারদারি ও সেনাপ্রধান আসিম মুনির, আমরা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পাকিস্তানের অগ্রগতির লক্ষ্যেই কাজ করছি।"
স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী, যিনি পাকিস্তানের সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, "রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে যে কুৎসিত প্রচার চালানো হচ্ছে, আমরা জানি এর নেপথ্যে কে বা কারা আছে। এই প্রচারণা নির্ভর করে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তির ওপর।"
ওই সাক্ষাৎকারেই ভারত নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আইএসপিআর মহাপরিচালক। শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত ফের আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তান প্রতিক্রিয়ায় ভারতের গভীরে হামলা চালাবে। আমরা পূর্ব দিক থেকেই শুরু করব। ভারতকে বুঝতে হবে যে, তাদের দেশের যে কোনো জায়গায় আমরা আঘাত হানতে পারি।”
সূত্র : জিও নিউজ