Image description
 

পাকিস্তান তার সর্বশেষ রিমোট সেন্সিং স্যাটেলাইট চীনের সিচুয়ান প্রদেশের শিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র (জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র – এক্সএসএলসি) থেকে সফলভাবে উৎক্ষেপণ করেছে।

বৃহস্পতিবার (১ আগষ্ট) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এই স্যাটেলাইট উৎক্ষেপণ পরিচালনা করেছে পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো (মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন)। চীনের ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি) এবং মাইক্রোস্যাট চায়নার সহযোগিতায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে।

চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার চীন কুয়াইজো ১-এ নামের একটি ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি কক্ষপথে প্রেরণ করে। এটি কুয়াইজৌ-১এ রকেটের ২৯তম সফল উৎক্ষেপণ। রকেটটি সফলভাবে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে।

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন স্যাটেলাইটটি পাকিস্তানের উচ্চ রেজোলিউশন ও ২৪ ঘণ্টা পৃথিবী পর্যবেক্ষণের সক্ষমতাকে অনেকগুণ বাড়াবে। এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহায়ক ভূমিকা পালন করবে, যার মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, কৃষি পর্যবেক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন বিশ্লেষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা।

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইসহাক ডার এই অর্জনের জন্য সুপারকো এবং চীনা অংশীদারদের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এই সফল উৎক্ষেপণ সুপারকো এবং চীনা অংশীদারদের মধ্যে চমৎকার সহযোগিতা ও অটুট প্রতিশ্রুতিরই প্রমাণ।’