Image description
 

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যখন ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর বিষয়ে ভাবনা-চিন্তা করছে, তখন রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র উত্তর কোরিয়া তাদের সম্পৃক্ততা আরও বাড়িয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়াকে তাঁর “নিঃশর্ত সমর্থন” জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পিয়ংইয়াং সফরের পর এ তথ্য প্রকাশ্যে আসে।

গত বছর উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে আনুমানিক ১১,০০০ সেনা পাঠিয়েছিল।

 

এ মাসের শুরুতে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়াং সম্ভবত আরও ২৫,০০০ থেকে ৩০,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে।

 

তবে শুধু সেনা নয়, রাশিয়ার জন্য গোলাবারুদের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও আবির্ভূত হয়েছে উত্তর কোরিয়া।

গত সপ্তাহে ব্লুমবার্গ নিউজকে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ জানান, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে গোলাবারুদ ব্যবহার করছে, তার প্রায় ৪০% সরবরাহ করছে উত্তর কোরিয়া।

ইউক্রেন আরও জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার বিভিন্ন দীর্ঘপাল্লার কামানব্যবস্থা ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে হাওয়িতজার ও মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম।