
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার তিনি একটি চিঠির মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনিকে এ সিদ্ধান্ত জানান। এই সপ্তাহে এটি ছিল ট্রাম্পের পাঠানো ২০টিরও বেশি কূটনৈতিক বার্তার মধ্যে আরেকটি।
ট্রাম্প বলেন, “এই চিঠি পাঠানো আমার জন্য গর্বের বিষয়, কারণ এটি আমাদের বাণিজ্যিক সম্পর্কের দৃঢ়তা ও প্রতিশ্রুতিকে প্রমাণ করে। যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে, যদিও কানাডা আমাদের বিরুদ্ধে আর্থিকভাবে প্রতিশোধ নিয়েছে।”
চিঠিতে আরও বলা হয়, “২০২৫ সালের ১ আগস্ট থেকে আমরা কানাডা থেকে আসা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করব, যা অন্যান্য খাতভিত্তিক শুল্ক থেকে আলাদা।”
শুল্ক আরোপের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র কানাডার ওপর শুল্ক বসিয়েছিল ফেন্টানিল মাদকের সংকট মোকাবিলার জন্য। কানাডা সেই মাদক প্রবাহ বন্ধে ব্যর্থ হয়েছে। অথচ এর বদলে কানাডা আমাদের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে।”
চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, “যদি কানাডা বা তাদের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের ভেতরে পণ্য উৎপাদন বা কারখানা স্থাপন করে, তাহলে ওই ৩৫% শুল্ক আরোপ করা হবে না। বরং আমরা দ্রুত, পেশাদারভাবে এবং নিয়মিতভাবে সব ধরনের অনুমোদন দিতে প্রস্তুত – অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই অনুমোদন সম্ভব।”
তবে ট্রাম্প হুঁশিয়ার করে দেন, “যদি কানাডা তাদের শুল্ক বৃদ্ধি করে, তাহলে তারা যত শতাংশ বাড়াবে, সেটি আমাদের ৩৫ শতাংশের সঙ্গে যোগ হবে।”
এই সিদ্ধান্ত এমন সময়ে এল যখন ট্রাম্প ‘পারস্পরিক শুল্ক’ নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।