Image description

দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি এখনও সময়সাপেক্ষ—এমন বার্তা দিল কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানালেন, দোহায় মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান আলোচনা এখনো নির্দিষ্ট কোনো সময়সীমার কাছাকাছি পৌঁছায়নি।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মাজেদ বলেন, ‘এ মুহূর্তে আমি মনে করি না, আমরা কোনো নির্দিষ্ট সময় দিতে পারব। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, আমাদের আরও সময় প্রয়োজন।’

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, আসন্ন সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে বাস্তবে আলোচনার গতি এখনও ধীরই রয়ে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তিনি এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং আজ বুধবার ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে আরও এক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনা কিছু ক্ষেত্রে অগ্রসর হলেও অনেক বিষয়েই মতানৈক্য এখনো রয়েই গেছে। গাজা অঞ্চলে ত্রাণ সহায়তা কারা পৌঁছে দেবে, সে বিষয়ে হামাস ও ইসরায়েল সমঝোতায় পৌঁছেছে। তবে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এখনো চলমান।

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কাতার বরাবরই এক সক্রিয় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে আসছে। এবারও হামাস-ইসরায়েল সংঘাত নিরসনে দেশটি যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার অংশ হয়ে কাজ করছে।

এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখা গেলেও, তা কত দ্রুত বাস্তবে পরিণত হবে—সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।