Image description
 

বিমান হামলায় ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। তিনি বলেন, অভ্যন্তরীণভাবে তাদের পরমাণু কার্যক্রম চলবে।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় এসলামি বলেন, পরমাণু শিল্প এমন কোনো বিষয় নয় যে আপনি বোমা মেরে উড়িয়ে দেবেন। এটি জাতীয় বিষয়। সব বাধা এড়িয়ে পরমাণু কার্যক্রম চলমান থাকবে। ’

এসলামি বলেছেন, ২২ জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র জাতিসংঘের আইন লঙ্ঘন করেছে।  তিনি বলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় এটাই প্রমাণ হয় যে আপনি শক্তিশালী না হলে টিকে থাকতে পারবেন না।’

গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে আইএইএ-র সঙ্গে সহযোগিতা বন্ধের হুমকি দিয়ে আসছিল ইরান। জাতিসংঘের এ সংস্থাটির বিরুদ্ধে পশ্চিমাদের প্রতি পক্ষপাত এবং ইসরায়েলি আকাশ হামলাকে ন্যায্যতা দেওয়ার অভিযোগ এনেছে তারা।

আইএইএ-র শীর্ষ পর্যায়ের এক বৈঠকে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনা হয়েছিল। তার পরদিনই ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় তুমুল হামলা চালায় ইসরায়েল। এরপর ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ১২ দিন পর এ সংঘাতের অবসান ঘটে।