Image description

ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির কাছে ৬৫ জন যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। উত্তাল সমুদ্রে নিখোঁজ ৪৩ জনের সন্ধানে উদ্ধারকারীরা তৎপরতা চালাচ্ছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার প্রায় আধ ঘণ্টা পর ফেরি কেএমপি টুনু প্রাতামা জায়া ডুবে যায়। এটি ৫০ কিলোমিটার (৩০ মাইল) যাত্রাপথ বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। খবর আল জাজিরার।

ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু সদস্য এবং ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ প্রধান রামা সামতামা পুত্রা জানিয়েছেন, দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা উত্তাল জলে ভেসে থাকার পর অজ্ঞান হয়ে পড়েছেন।

বুধবার রাত থেকে দুটি টাগ বোট এবং দুটি স্ফীত নৌকাসহ নয়টি নৌকা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে। রাতের অন্ধকারে দুই মিটার (৬.৫ ফুট) উঁচু ঢেউয়ের সঙ্গে লড়াই করছেন উদ্ধারকারীরা।

১৭ হাজারেরও বেশি দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা সাধারণ, যেখানে পরিবহন এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন হতে পারে বলে প্রায়শই ফেরি ব্যবহার করা হয়।

শীর্ষনিউজ