Image description
 

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেছে পুলিশ।তবে তীব্র বাধার মুখে এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, সিউলে দক্ষিণ কোরিয়ার ইমপিচড বা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেপ্তার করার জন্য তার বাসভবনে গেছেন তদন্তকারীরা। সঙ্গে প্রচুর পুলিশ ও সরকারি কর্মকর্তা। কিন্তু তাদের প্রবল বাধার মুখে পড়তে হয়েছে।

প্রথমে তাদের প্রেসিডেন্টের বাসভবন চত্বরের মধ্যে নিযুক্ত সেনা ইউনিট বাধা দেয়। সেই বাধা পেরোবার পর তারা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়েন। তদন্তকারীদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনজীবী বলেছেন, আইন মেনে এই কাজ হচ্ছে না। তারা আবার আদালতের দ্বারস্থ হবেন।আইনজীবী ইউন কাপ-কেউন বলেছেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে কার্যকর করতে চাওয়া হয়েছে তা বেআইনি। এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।’

এ ছাড়া প্রেসিডেন্টের কয়েকশ সমর্থকও বাসভবনের সামনে তদন্তকারীদের বাধা দেয়।