Image description

ওভাল অফিসে এক হাস্যরসাত্মক মুহূর্তে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানালেন, ‘দুঃখিত, আপনার জন্য কোনো বিমান উপহার দিতে পারছি না।’

বুধবার দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক ও মধ্যাহ্নভোজের সময় রামাফোসা ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আমি দুঃখিত, আপনার জন্য কোনো প্লেন নেই।’

জবাবে ট্রাম্প বলেন, ‘ইচ্ছা করলেই নিতাম। যদি আপনার দেশ যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীকে একটি প্লেন দিত, আমি সেটা নিয়ে নিতাম।’

দুই প্রেসিডেন্টের এমন কথোপকথন ছিল হাস্যরসে পরিপূর্ণ, তবে এর পেছনে রয়েছে একটি তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপট। সম্প্রতি কাতার ট্রাম্পকে উপহার হিসেবে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭ বিমান দিয়েছে, যেটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের কথা রয়েছে।

প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওই উপহার নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের পক্ষ থেকেই এই উপহারের নৈতিকতা ও বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘তুমি একজন বোকা। তুমি কী ধরনের সাংবাদিক! তোমার সাংবাদিক হবার যোগ্যতা নেই, তুমি যথেষ্ট বুদ্ধিমান না।’

 

সূত্র: আনাদোলু