Image description

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের। 

প্রতিবেদনে বলা হয়েছে, যখন গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হচ্ছিল তখনই নেতানিয়াহু এমন হুঁশিয়ার বার্তা দিলেন। এদিকে এরইমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার গাজায় নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। 

দেশটির সেনাবাহিনী গাজার খান ইউনিসের অধিবাসীদেরকে অবিলম্বে এলাকা খালি করে দিতে বলেছে। রয়টার্স বলছে, ইসরায়েলি বাহিনী সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে।  

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, তুমুল যুদ্ধ হচ্ছে। আমরা গাজার সব অংশ নিয়ন্ত্রণে নেব। একই সঙ্গে তিনি অঙ্গীকার করেছেন যে আমরা গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে মুক্ত করব ও হামাসকে বিনাশ করে ‘পুরোপুরি জয়’ অর্জন করব।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের ঘরে ফেরাতে গাজাজুড়ে নতুন একটি অভিযান ‘অপারেশন গিডিওন চ্যারিওটস’ শুরু করেছে। 

এ ছাড়া আলাদাভাবে গাজায় ইসরায়েলের চোরাগোপ্তা অভিযানও চলছে। এসব অভিযানে হামাস নেতাদের হত্যা করছে ইসরায়েল।