Image description
 

এবার দেশের মধ্যে বড় বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে।সোমবার (১৯ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে। সোমবার পিটিআই সূত্রে জানা গেছে, বিরোধী দলগুলোর সঙ্গে মিলে এই কৌশল চূড়ান্ত করা হচ্ছে।

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্প্রতি তার আইনি দল এবং বোনদের সঙ্গে এক বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে পাখতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টির নেতা মাহমুদ খান আচাকজাইয়ের মতামতও উপস্থাপন করা হয়, যিনি বর্তমান স্পিকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন।দলীয় সূত্র জানায়, ইমরান খান পিটিআই নেতৃত্ব এবং বিরোধী জোটকে উপযুক্ত সময়ে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য পূর্ণ ক্ষমতা দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সরকারকে সংসদের ভেতরে ও বাইরে চ্যালেঞ্জ করতে হবে।

পিটিআইয়ের সিনিয়র নেতা এবং সাবেক স্পিকার আসাদ কায়সার এই বিষয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রী এবং স্পিকার উভয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি বিবেচনা করছি। পাকিস্তান-ভারত উত্তেজনার কারণে আমরা এখনই পদক্ষেপ নিচ্ছি না, কারণ এটি জাতীয় সংকটের সময় রাজনৈতিক হিসেবে দেখা যেতে পারে।তিনি বলেন, উপযুক্ত সময়ে আমরা এই পদক্ষেপ নেব।উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি ২০২২ সালের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।