
ভারত-পাকিস্তান সীমান্তে এমন চিত্র খুব একটা দেখা যায় না। তার উপর এখন আবার এই দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। এরই মাঝে বুধবার সীমান্তে পারস্পরিকভাবে একে অপরের সীমান্তরক্ষী সদস্যদের হস্তান্তর করেছে তারা। ঘটনাটিকে দুই দেশের মধ্যে বিরল সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ মে) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে দ এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর কনস্টেবল পূর্ণম কুমারকে ফেরত পাঠানো হয়েছে। তিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে প্রবেশ করে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।
অপরদিকে ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদুল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে তুলে দেন। তিনিও একইভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করে গ্রেপ্তার হয়েছিলেন।
উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো হয়। এরপর বুধবার সকালে দুই পক্ষের প্রতিনিধিরা সীমান্তে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ সদস্যকে ফিরিয়ে নেন। ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান রেঞ্জারস কনস্টেবল পূর্ণম কুমারকে নিরাপদে হস্তান্তর করেছে।
এই উদ্যোগকে বিএসএফ একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছে এবং তারা একে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকদের মতে, যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকে তখন এ ধরনের বিনিময়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সীমান্তে সংঘর্ষ এবং উত্তেজনার ফলে ভারত-পকিস্তান সীমান্তে কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। আর দুই দেশের সম্পর্কও নূন্যতম পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে সেনা সদস্যদের এই বিনিময় ঘটনাকে এক বিরল এবং আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=5Ccj8Ty3yzE