Image description

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়িসহ দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। 

মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার ২১ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার। 

প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইস্লিংটনের ওই ফ্ল্যাটে বাস করতেন তিনি। প্রধানমন্ত্রীর বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কর্মকর্তারা। স্টারমারের মুখপাত্র এক বিবৃতিতে সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। বিবিসি।