Image description
 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, পুতিনের তেহরান সফর নিয়ে কাজ চলছে, প্রস্তুতি প্রক্রিয়াধীন। তবে ক্রেমলিন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

 

ইরানি কর্মকর্তারা বলছেন, মস্কো প্রায়ই কঠোর ভাষায় কথা বলে, কিন্তু মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে সতর্কতা অবলম্বন করে, যদিও ২০১৫ সালে রাশিয়া সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করেছিল।

 

২০২২ সালে পুতিন ইরানে গিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেছিলেন। ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার নির্দেশ দেওয়ার পর এটি ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে পুতিনের প্রথম সফর।

 

মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে অস্ত্র কিনেছে এবং চলতি বছর তেহরানের সঙ্গে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।