Image description

সম্প্রতি গোয়েন্দা কর্মকর্তাদের এক সেমিনারে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা। অনুষ্ঠানে গোয়েন্দা সংস্থাকে ইসলামি শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করেন তিনি। সেই সঙ্গে রাষ্ট্রকে ধ্বংস করার যেকোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে মোকাবিলারও আহ্ববান জানান আমিরুল মু’মিনীন।

আফগান ডেপুটি মুখপাত্র হামুদুল্লাহ ফিতরাত বলেন, “আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ গোয়েন্দা সংস্থার মূল্য, গুরুত্ব ও ইসলামি ব্যবস্থায় এর দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং একে শাসনব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব হলো এমন সব বুদ্ধিবৃত্তিক ও ধ্বংসাত্মক পরিকল্পনা, যা প্রকাশ্য বা গোপনে ইসলামি ব্যবস্থার শত্রুদের দ্বারা পরিকল্পিত ও বাস্তবায়নের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে, সেগুলোকে ধ্বংস করা।”

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ইনস্টিটিউটের চতুর্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি দেশকে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে রক্ষা করার গুরুত্বের উপর জোর দেন এবং জাতীয় ঐক্যকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে অভিহিত করেন।

মাওলানা মুত্তাকি জানান, জাতীয় স্বার্থের ভিত্তিতে দেশীয় ও বৈদেশিক নীতি গঠনে কাজ করছে আফগানিস্তান।

তিনি আরো বলেন: “আমরা আমাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি, যা দেশের উপকারে আসে এবং যাতে দেশের অভ্যন্তরে কেউ নিজেকে বিচ্ছিন্ন মনে না করে।”

সূত্র: হুরিয়াত রেডিও