Image description
 

পাকিস্তানের এক পাইলটকে আটকের দাবি করে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। তবে সে দাবি প্রত্যাখান করে ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

গতকাল বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিমান ধ্বংস হওয়ার আগে পাকিস্তানি এক পাইলট বের হয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় তিনি তাদের জেসেলমারে গিয়ে পড়েন। তখন তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এছাড়া পাকিস্তানে দুটি যুদ্ধবিমান ধ্বংসের দাবিও করেছে নয়াদিল্লি।

যদিও নিজেদের পাইলট আটকের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘যদি ভারতের কাছে তাদের যুদ্ধবিমান ধ্বংস ও পাইলটকে আটকের খবর থাকে, তাহলে যেন এখনই তারা প্রমাণ দেখায়।’

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারত সরকার যে দাবি করছে, আমি এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আমি এটি ১০০ শতাংশ প্রত্যাখ্যান করছি।’

এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতীয় মিডিয়াগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পাকিস্তান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পিটিভি জানিয়েছে, ভারতীয় মিডিয়ায় দখলকৃত জম্মুতে ক্ষেপণাস্ত্র হামলার প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা সূত্র।