Image description

পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন নতুন এক ঘোষণায় বলেছেন, পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন। ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা শিখরা জানেন যে তাদের আসল শত্রু পাকিস্তান নয় বরং ভারতীয় সিস্টেম। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘জিরগা’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গুরপতবন্ত সিং পান্নুন বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে কি হবে না, সে বিষয়ে কিছু বলতে পারছি না। এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে আক্রমণ করেনি, তবে পাকিস্তানের নিশ্চিন্তে বসে থাকা উচিত নয়।

তিনি বলেন, পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন।আর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী শিখ ও পাঞ্জাবকে সমর্থন করলে ভারতীয় ট্যাঙ্কগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে।  

 

গুরপতবন্ত সিং আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীতে থাকা শিখরা জানেন যে তাদের আসল শত্রু পাকিস্তান নয়, বরং ভারতীয় সিস্টেম।আর তারা মোদির যুদ্ধ লড়তে চায় না, তারা পাঞ্জাবের স্বাধীনতার জন্য লড়াই করতে চায়।এমনকি যদি কোনও শিখ সৈন্য পাকিস্তানকে আক্রমণ করার চেষ্টা করে তবে তাকে পরাজিত করা হবে।

গুরপতবন্ত দাবি করেন, স্বাধীন পাঞ্জাব অর্থাৎ খালিস্তানই পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান। কারণ খালিস্তান সৃষ্টির পর পাকিস্তানেও উন্নয়নের দরজা খুলবে।

বেলুচিস্তানে ভারতীয় হস্তক্ষেপকে একটি উন্মুক্ত বাস্তবতা হিসাবে অভিহিত করে তিনি বলেছেন, পাকিস্তান চাইলে সাম্প্রতিক জঙ্গি হামলা জাতিসংঘে নিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তান আজ দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাদের সেনাবাহিনীর কারণে।

এর আগে ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দাঁড়াবে বলেও ঘোষণা দিয়েছিলেন এ খালিস্তানি নেতা।