
ভারতের কর্ণাটক রাজ্যের হাবেরি জেলায় সরকারি একটি বাস থামিয়ে নামাজ আদায় করায় এক বাসচালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই এ নিয়ে বিতর্ক শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (KSRTC) একটি বাসের চালক ও কন্ডাক্টর গত ২৯ এপ্রিল সন্ধ্যায় হাব্বালি-হাবেরি মহাসড়কের জাভেরি এলাকার কাছে বাস থামিয়ে নামাজ আদায় করেন। বাসটি তখন হাঙ্গাল থেকে বিশালগড়ের পথে ছিল। এ সময় বাসে যাত্রীরাও উপস্থিত ছিলেন এবং কেউ কেউ মোবাইলে নামাজের দৃশ্য ধারণ করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে কর্ণাটকের পরিবহনমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। তিনি নর্থ ওয়েস্ট কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NWKRTC) ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, “সরকারি কর্মীদের দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক। প্রত্যেকের ধর্ম পালনের অধিকার থাকলেও তা অফিস সময়ের মধ্যে সরকারি দায়িত্বে ব্যাঘাত ঘটিয়ে করা উচিত নয়।”
তিনি আরও জানান, “বাস থামিয়ে ব্যক্তিগত কাজে নামাজ আদায় যাত্রীদের নিরাপত্তা এবং সেবার মানে প্রভাব ফেলে, যা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।”
এনডব্লিউকেআরটিসি-এর হাবেরি ডিভিশনের ট্রাফিক অফিসার আশোক পাটিল জানান, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কন্ডাক্টর হাদিমানির বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং যাত্রীদের সঙ্গেও যোগাযোগ করে ঘটনার পূর্ণ বিবরণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ২-৩ দিনের মধ্যেই জমা দেওয়া হবে। দোষী প্রমাণিত হলে বাসচালকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।