Image description

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সোমবার (২৮ এপ্রিল) আজাদ কাশ্মিরের ভিম্বার জেলার মানওয়ার সেক্টরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ভারতীয় ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেটিকে সফলভাবে ভূপাতিত করা হয়। এই ঘটনা তাদের প্রতিরক্ষাগত প্রস্তুতি, পেশাদারিত্ব এবং আকাশসীমা রক্ষার অঙ্গীকারের একটি শক্ত প্রমাণ।

এই ঘটনার পেছনে পটভূমি হিসেবে রয়েছে ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা, যাতে ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ ঘটনাকে ২০০০ সালের পর কাশ্মিরে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। ভারত কোনও প্রমাণ উপস্থাপন না করেই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যা ইসলামাবাদ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

এদিকে ভারত-পাকিস্তানের এই উত্তপ্ত অবস্থায় মধ্যস্থতা ও সংলাপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, চীন, তুরস্ক, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ একাধিক দেশ।