
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় হামলায় জড়িত সন্দেহে একের পর এক সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ৭২ ঘণ্টার মধ্যে ৯ সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সে দেশের সেনা সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শনিবার গভীর রাতে কাশ্মীরের বান্দিপোরা এবং ত্রালে জেলায় লস্কর-ই-তৈয়বা সংগঠনের সদস্য সন্দেহে দুই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। তার পরই ওই দুই বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় তারা।
সেনা সূত্রে খবর, বান্দিপোরার ওই সন্দেহভাজনের নাম জামিল আহমেদ। এছাড়া ত্রালে জেলার ওই সন্দেকভাজনের নাম আমির নাজির।
খবরে বলা, পেহেলগামে হামলার পর স্থানীয় সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করেছে সেনাবাহিনী। সেই তালিকা ধরেই সেসব সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে তারা।