
ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। কাশ্মীর ও জম্মুর স্থিতি নিয়ে এখনই আমরা কোনো অবস্থান নিচ্ছি না।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিকদের জানান, মহাসচিব অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা উভয় সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য জোর আহ্বান জানাচ্ছি যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।
দুজারিক জানান, এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সরাসরি যোগাযোগ হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা বিশ্বাস করি, পাকিস্তান ও ভারতের মধ্যে যে কোনো ইস্যু শান্তিপূর্ণ উপায়ে, তাৎপর্যপূর্ণ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
ভারতের পক্ষ থেকে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে জানতে চাইলে দুজারিক বলেন, এই বিষয়টিও আমাদের 'সর্বোচ্চ সংযম' আহ্বানের অংশ হিসেবে গণ্য। আমরা এমন কোনো পদক্ষেপের পক্ষে নই, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে।
একইদিনে ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি। আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। কাশ্মীর ও জম্মুর স্থিতি নিয়ে এখনই আমরা কোনো অবস্থান নিচ্ছি না।’