Image description
 

গাজায় গত বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৬০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, এবং হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও মেডিকেল কর্মীদের বরাত দিয়ে জানা গেছে, উত্তর গাজার জাবালিয়ায় একই পরিবারের ১২ সদস্য এই হামলায় প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পর্যন্ত ১,৯৭৮ জন নিহত এবং ৫,২০৭ জন আহত হয়েছেন।