Image description
 

নেদারল্যান্ডসের লেইডেন শহরের ব্রেস্ট্রাট স্কয়ারে রবিবার এক হৃদয়বিদারক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার শিশুর জুতো মাটিতে বিছিয়ে রেখে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণ ও প্রতিবাদ জানানো হয়।

এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে অংশ নেন বহু পরিবার, অধিকারকর্মী ও সাধারণ মানুষ। তাঁদের একটাই দাবি- গাজায় চলমান মানবিক সংকটের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় যেন এখনই জোরালো অবস্থান নেয় এবং নিহত নিরপরাধ শিশুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করে।

এই প্রতিবাদ ছিল ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে এক প্রতীকী বার্তা। মার্চের ১৮ তারিখ যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ১,৫০০-এরও বেশি মানুষ, যার এক-তৃতীয়াংশই শিশু।

 

এছাড়া মার্চের ২ তারিখ থেকে গাজায় কোনো ধরনের ত্রাণ বা মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল, যার ফলে আরও দুর্বিষহ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের জীবন।

 

আয়োজকরা বলেন, "এই জুতোগুলো যেন আমাদের মনে করিয়ে দেয়। এগুলো শুধুই জুতো নয়, এগুলোর প্রতিটিই ছিল একটি শিশুর জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ।"