Image description

‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ এই স্লোগানটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অবধারিতভাবে শোনা যায় । এটি নিছক কোনো স্লোগান নয়। এর রয়েছে গভীর তাৎপর্য।

ফলে, প্রশ্ন ওঠে এর দ্বারা আসলে কী বোঝানো হয়েছে? উত্তরটা হলো- এখানে ‘রিভার’ বলতে বোঝানো হয় জর্ডান নদী, আর ‘সি’ বলতে বোঝানো হয় ভূমধ্যসাগরকে।

এই দুটি প্রাকৃতিক সীমানার মাঝখানের এলাকা হলো বর্তমান ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজা উপত্যকা, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিন হিসেবে বিবেচিত।

কিন্তু ইসরায়েল অন্যায়ভাবে এই ভূমিগুলোর সিংহভাগই দখল করে রেখেছে। সেই দখলদারত্বের অবসানের আকাঙ্ক্ষা থেকেই উদ্ভব এই স্লোগানের।

তবে স্লোগানটি নিয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের আপত্তি রয়েছে। তারা মনে করে, এই দাবির মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার এবং তাদের জাতিগত নির্মূলের আহ্বান জানানো হচ্ছে।

ফিলিস্তিনপন্থিদের দাবি, কোনো সম্প্রদায়কে জাতিগত নির্মূল নয়, স্বাধীন ফিলিস্তিন গঠনের আকাঙ্ক্ষা থেকেই এই স্লোগান।