
পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বনেতারা নয়, বরং আমেরিকার সাধারণ জনগণই সবচেয়ে বড় শক্তি এমনটাই মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক মাহবুব কামাল। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “পৃথিবীতে একমাত্র শান্তি আনতে পারে কেবল আমেরিকার জনগণ, আমেরিকার প্রেসিডেন্ট না। পুতিন, ট্রাম্প, শি জিনপিং কেউই পৃথিবীতে শান্তি আনতে পারবে না। বরং শান্তি আনতে পারবে আমেরিকার সাধারণ মানুষ।”
তিনি বলেন, আমেরিকার জনগণ যদি তাদের সরকারকে যথাযথ চাপ দিতে পারে এবং দেশটির বৈদেশিক নীতি (Foreign Policy) সঠিক পথে পরিচালিত করতে পারে, তাহলেই বৈশ্বিক শান্তি সম্ভব। তা না হলে, এ পৃথিবীতে দীর্ঘমেয়াদি শান্তি কেবল কল্পনা হয়েই থাকবে।
“আমেরিকার নাগরিকরা চাপ দিয়ে যদি তাদের ফরেন পলিসি ঠিক করতে পারে, তবেই পৃথিবী ঠিক হবে, না হয় সম্ভব না,” মন্তব্য করেন মাহবুব কামাল।
প্রাসঙ্গিক আলোচনা করতে গিয়ে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফনীতি বা শুল্কনীতিকে “Economic Imperialism” আখ্যা দেন। ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে তিনি বিশ্বের উন্নয়নশীল দেশের জন্য হুমকি বলেও উল্লেখ করেন।
গাজায় চলমান মানবিক সংকট প্রসঙ্গে মাহবুব কামাল বলেন, “গাজার অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমার চাইতেও ভয়াবহ।”