Image description
 

ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে শুধু একটি হাত, বাকি শরীর চাপা পড়ে আছে। হাতের কবজির ওই অংশটুকু দেখেই মাকে চিনতে পেরেছেন ছেলে। মায়ের নিথর হাত মুঠো করে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অনলাইনে ভেসে বেড়ানো এই ভিডিও ফুটেজ মিয়ানমারের। গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এশিয়ার এই দেশ কেঁপে ওঠে। ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন ও স্থাপনা। এখন পর্যন্ত ১ হাজার ৬০০–এর বেশি মানুষের মৃত্যুর খবর দিয়েছে দেশটির জান্তা সরকার।

ভিডিও ফুটেজে মায়ের হাত ধরে কাঁদতে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মা, আমি আপনার ছেলে, আপনার নামে ধাম পাঠ করছি।’

এরপর মায়ের হয়ে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। আপনি যেখানে চান না, তেমন কোনো স্থানে আমি যাব না। আমি বোকার মতো কোনো কাজ করব না। আমি ভালো থাকব, দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তি নিজেকে রাজধানী নেপিডোর একজন বাসিন্দা বলে বর্ণনা করেন। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।