Image description

আমেরিকায় রোববার ঈদুল ফিতর পালিত হবে। সৌদি আরবে ঈদের ঘোষণা আসার পরপরই শনিবার বিকাল থেকেই আনন্দে মেতে ওঠে যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটি।

চাঁদ রাতের উৎসবে শনিবার রাতের নিউইয়র্ক যেন বাংলাদেশিদের ‘দখলে’ ছিল। এছাড়া নিউ জার্সি-মিশিগান, ফ্লোরিডাসহ গত কয়েক বছর থেকে চাঁদ রাত হয়ে উঠেছে প্রবাসীদের ঈদ আনন্দের অন্যতম উৎসব।

বর্ণিল এ মেলায় মেহেদী হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারিসহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটার ধুম। নিউইয়র্কের ব্যস্ত জীবনে এবারের ঈদ আসছে সপ্তাহান্তে।

চাঁদ রাতের এসব অনুষ্ঠানে ছিল হাজারো প্রবাসীর ভিড়। 
বাংলাদেশি দোকানগুলোতে বাজছে দেশীয় ঈদের গান। লোকজন ছুটে এসেছেন নানা এলাকা থেকে। কেউ মেহেদীর পসরা নিয়ে বসেছেন। কেউ সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা।
জামা কাপড়, শাড়ি চুড়ির সঙ্গে চানাচুর, চটপটি নিয়ে চলেছে আড্ডা। 

এদিকে নিউ ইয়র্কের পার্কচেস্টারের বাংলাবাজার এলাকায় মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা নজর কেড়েছে প্রবাসীদের। ছিল গজল, নাশিদসহ ছিল ইসলামি সংস্কৃতির নানা আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে এ মনোজ্ঞ পরিবেশনা।