Image description

ফাঁস হওয়া চ্যাটে কোনো নাম বা কোথায় হামলা হবে তা ছিল না, ছিল না এমন কোনো তথ্যও যার দরুন মার্কিন সেনারা পাল্টা নিশানায় পরিণত হতে পারতেন। কেবল ছিল নিশানায় থাকা হুতি নেতার অবস্থান, কী কী দিয়ে হামলা হতে যাচ্ছে সেসব।