Image description
 

গাজার নিরীহ মানুষের ওপর ইসরাইলের বর্বর হামলা যেন শেষ হচ্ছে না। তারই প্রতিবাদে ঘৃণা প্রকাশ করতে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনের রাস্তায় ইসরায়েলের পতাকা অঙ্কন করেছে একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জবির মেইন গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা এ পতাকা অঙ্কন করে।

পতাকা অঙ্কনের সঙ্গে জড়িত ছিলেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তন্ময়, সাব্বির, নাজমুল, আরমান। সেই সঙ্গে আরও ছিলেন চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অতুল।

 

জানা যায়, দর্শন বিভাগের ইফতার মাহফিলের পরে সবাই শহীদ মিনারের সামনে সাব্বির ইসরায়েলের পতাকা অঙ্কনের আইডিয়াটি তুলে ধরেন সবার সামনে। বাকিরা সবাই সমর্থন দেয় এবং দর্শক বিভাগের আরেক শিক্ষার্থী তাওহীদ ও আমিনুল এ ব্যাপারে সহযোগিতা করেন।

 
 

জবির দর্শন বিভাগের শিক্ষার্থী তন্ময় জানান, আমরা ফিলিস্তিনি মানুষের ওপর ইসরায়েলিদের বর্বর হামলা প্রতিবাদস্বরূপ এই পতাকাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অঙ্কন করি। আর ইসরায়েলের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা হিসেবে আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। আর আশা করি, সকলে স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের ইসরায়েলবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করবে। আর তারই ধারাবাহিকতায় এই কার্যক্রম সম্পন্ন করি।

 

তিনি আরও জানান, ছবিটা অঙ্কনের আরেকটি উদ্দেশ্য হলো ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা তাদের পতাকা পায়ের নিচে প্রতিদিন প্রত্যেক শিক্ষার্থীর ধারা পদদলিত হবে। যার মাধ্যমে ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করছি।