Image description
 

ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া যাতে আর হামলা করতে না পারে সে জন্য এই প্রস্তাব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় এই প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সিএনএনের।ওভাল অফিসে বিতর্কের পর ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রথম ফোনালাপে ট্রাম্প ইউক্রেনের বৈদ্যুতিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানা থাকলে সবচেয়ে ভালোভাবে তা রক্ষা করা যাবে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের বিদ্যুৎ এবং ইউটিলিটি দক্ষতার সাহায্যে ইউক্রেনের এই প্ল্যান্টগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবে। বৃহস্পতিবার ট্রাম্প-জেলেনস্কির ঘণ্টাব্যাপী ফোনালাপকে হোয়াইট হাউস চমৎকার বলে বর্ণনা করেছে। ওই ফোনালাপে জেলেনস্কি আরও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অনুরোধ জানিয়েছেন, যা রাশিয়ান ক্ষেপণাস্ত্র থেকে দেশের অবকাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।