Image description

গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক ভিডিও বার্তায় এটিকে হামাসের জন্য ‘শেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনিদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুসরণ করে হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। খবর: মিডল ইস্ট আই

গতকাল বুধবার ইসরায়েল ঘোষণা দেয়, তারা গাজায় ‘টার্গেটেড’ স্থল অভিযান শুরু করেছে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী পূর্ব গাজার বাসিন্দাদের পুনরায় এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র অবিখাই আদ্রাই টানা দ্বিতীয় দিনের মতো বেইত হানুন, খিরবেত খুজা’আ, আবাসান আল-কাবিরা ও আবাসান আল-জাদিদার বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় গত সোমবার রাত থেকে এখন পর্যন্ত ৪৩৬ জন নিহত এবং ৬৭৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮৩ জন শিশু ও ৯৪ জন নারী রয়েছেন।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে তাদের একটি ভবনে হামলা চালানো হয়, যাতে একজন কর্মী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে, ইসরায়েলি সামরিক অভিযানের ফলে গাজার স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পথে।

এ পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন।