Image description

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ইসরাইলের চালানো ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার অধিবেশনে এ নিন্দা জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে মিডিয়া মন্ত্রী সালমান আল-দোসারি বলেন, মন্ত্রিসভা ইসরাইলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের উপর জোর দিয়েছে।

 

অধিবেশনের শুরুতে ক্রাউন প্রিন্স রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে আলাপকালে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেন।

মন্ত্রিসভা আরব, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা করেছে, এই বিষয়গুলোতে সৌদি সরকারের দৃঢ় অবস্থান এবং আঞ্চলিক ও বৈশ্বিক সুরক্ষা ও স্থিতিশীলতা প্রচারের প্রচেষ্টার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।