Image description

মুসলিম সেনাদের সাথে বসে ইফতার সারলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এসময় সাক্ষাৎ করেন ফ্রন্টলাইনে নিয়োজিত মুসলিম সেনাদের সাথে।

বৃহস্পতিবার, রাজধানী কিয়েভে দেশটির সামরিক বাহিনীর মুসলিম সদস্যদের এক ইফতার আয়োজনে তিনি যোগ দেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাম্প্রতিক ইস্যুতে। পরে ইফতারের জন্য এক কাতারে মাটিতে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

অংশ নেন মোনাজাতেও। বর্তমানে, দেশটিতে মুসলিমদের সংখ্যা আনুমানিক ৭ থেকে ২০ লাখ। যা ইউক্রেনের মোট জনসংখ্যার ০ দশমিক ৯ শতাংশ। মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগেরই বাস পূর্বাঞ্চলীয় ক্রাইমিয়ায়।