Image description
 

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন, ইরানের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকির ফল ভালো হবে না। তিনি বলেছেন, ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বুধবার বলেছেন, "আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে।"

তিনি ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) স্থল বাহিনীর পয়গাম্বার-ই-আজম-১৯ সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন। সেখানে বলেন, শত্রু যদি কোনও ভুল করে, তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে।" 

বাঘেরি বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। অতীতে এর যে কোনও ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে।

তার মতে ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ক্ষেপণাস্ত্র উৎপাদন কোনও বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চমানের অগ্রগতি করছে।" 

বাঘেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রোড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছি।

সূত্র: প্রেস টিভি