Image description

গুগলের সিইও সুন্দর পিচাই প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাকশন সামিটের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, এআই ভারতের জন্য অসাধারণ সম্ভাবনা বয়ে আনবে এবং এ খাতে ভারত ও গুগলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সুন্দর পিচাই এক্সে (টুইটার) পোস্টে লিখেছেন, এআই অ্যাকশন সামিট উপলক্ষে প্যারিসে থাকার সময় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমরা ভারতের ডিজিটাল রূপান্তর নিয়ে এবং এআই কীভাবে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, সে বিষয়ে আলোচনা করেছি।

পিচাইয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, গুগল ভারতের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গভীরভাবে কাজ করতে আগ্রহী। এটি শুধু ভারতের জন্যই নয়, পুরো বিশ্বে এআই খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রী মোদি প্যারিসে ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দেন। তিনি বলেন, এই ফোরাম অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোদি আরও বলেন, ভারত ও ফ্রান্সের ব্যবসায়ী নেতারা একত্র হয়ে নতুন নতুন সুযোগ সৃষ্টি করছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াবে।

প্রধানমন্ত্রী মোদি জানান, এটি শুধু একটি ব্যবসায়িক সম্মেলন নয়, এটি ভারত ও ফ্রান্সের সেরা মেধাবীদের সমন্বয়ের ক্ষেত্র। এখানে উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নতির মন্ত্রকে ধারণ করে অগ্রগতির পথে এগিয়ে যাওয়া হচ্ছে।

ভারত-ফ্রান্স সম্পর্কের গভীরতা তুলে ধরে মোদি আরও বলেন, ভারত ও ফ্রান্স শুধু গণতান্ত্রিক মূল্যবোধেই সংযুক্ত নয়, বরং গভীর আস্থা, উদ্ভাবন এবং জনগণের কল্যাণ আমাদের সম্পর্কের মূল ভিত্তি। আমাদের সম্পর্ক শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা একসঙ্গে বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজছি।

এআই সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী মোদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথভাবে এআই অ্যাকশন সামিটের সভাপতিত্ব করেন। সপ্তাহব্যাপী সম্মেলনটি বিশ্বনেতা, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে শেষ হয়, যা ভারত ও ফ্রান্সের প্রযুক্তিগত সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।