Image description

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ভারতের দখলকৃত কাশ্মিরও পাকিস্তানের অংশ হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদে সফরে গিয়ে তিনি এ কথা বলেন।

আসিম মুনির বলেন, ভারতের দখলে থাকা কাশ্মিরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মির পাকিস্তানের অংশ হবে।

তিনি বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মিরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী, এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে।

তিনি হুমকি দিয়ে আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করবেন।

জেনারেল মুনির বলেন, ভারতের দখকৃত কাশ্মিরে হিন্দুত্ববাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলছে। কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরও শক্তিশালী করবে।

ভারতের দখলে থাকা কাশ্মিরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনির। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন