জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলে বুকশেলফ, বই, প্লেট, মগসহ প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠিয়েছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা হল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে প্রয়োজনীয় উপহারসামগ্রী পাঠালো ছাত্রদল।
উপহারসামগ্রীর মধ্যে রয়েছে, চারটি বুকশেলফ, বিসিএসের পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি প্লেট, ৫০০টি মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন, পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ এবং ফার্স্ট এইড বক্স।