Image description

রাজধানীর সাইন্সল্যাব সংলগ্ন এলাকায় অবস্থিত সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত এড়াতে ৯ সদস্যের শান্তি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা কলেজের আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে পুলিশের উদ্যোগে তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলায় এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।  

জানা গেছে, ৯ সদস্যের কমিটিতে রয়েছেন— তিন কলেজের তিনজন শিক্ষক, তিনজন ছাত্র প্রতিনিধি ও ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানার তিন প্রতিনিধি। 

মিলনমেলায় ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেযওয়ানুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

মিলনমেলায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, সংঘাত এড়াতে আমরা ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে যদি কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি হয় এই কমিটির মাধ্যমে এর সমাধান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি ছাত্রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও ঐক্য বজায় রাখার প্রতি আহ্বান জানান।

এ সময় উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, আমাদের ঝামেলা ও সংঘাতের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আমরা আতঙ্কিত থাকি যখন শুনি ঢাকা কলেজের সাথে সিটি ও আইডিয়ালের সংঘর্ষ লেগেছে। আজ এই মিলনমেলার মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভবিষ্যতে তারা আর সংঘর্ষে জড়াবে না। তিনি ছাত্রদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পড়ালেখায় মনোনিবেশ করার আহ্বান জানান।