Image description

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাদের উদ্যোগে ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা এই লাইব্রেরি থেকে বই পড়ার পাশাপাশি বই দানও করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাসের উদ্যোগে এই ‘লিটল ফ্রি লাইব্রেরি' স্থাপন করা হয়।

ছাত্রদল নেতা সাকিব বিশ্বাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান পিপাসুদের জন্য  ‘লিটল ফ্রি লাইব্রেরি’ আমার ছোট্ট প্রয়াস। শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরও সুপ্রশস্থ হয় সে লক্ষ্যেই এই উদ্যোগ।'

তিনি আরও জানান, 'ক্যাম্পাসের যেসব স্থানে শিক্ষার্থীদের আড্ডা বেশি হয়‌ যেমন : এফবিএস, টিএসসি এবং সামাজিক বিজ্ঞান অনুষদ,এসব স্থানেই লাইব্রেরি স্থাপন করা হবে।'

তিনি বলেন, 'শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি লিটল ফ্রি লাইব্রেরীতে  বই ডোনেটও করতে পারবেন। তবে এর ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের।'