Image description

২০২৫ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে আজ ১৬ অক্টোবর। তবে এবার ফলাফলে দেখা গেছে পাশের হার অনেক কম। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছেন মোটে ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী। যা গেল বারের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ কম। 

ফলে ফলাফল নিয়ে অসন্তুষ্টি আসাটা অমূলক নয় একেবারেই। অসন্তুষ্ট পরীক্ষার্থীদের সুযোগ অবশ্য শেষ হয়ে যাচ্ছে না। সবাই পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন। তারা আবেদন করে খাতা পুনঃনিরীক্ষণ করে নিজের ফল বদলানোর সুযোগ পাবেন।

আগামীকাল শুক্রবার থেকে এই আবেদনের সময়সীমা শুরু হবে। চলবে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত। প্রয়োজনে সব পত্রের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। তবে প্রতিটি পত্রের জন্য গুণতে হবে ১৫০টাকা করে ফি। 

এক নজরে ফল পুনঃনিরীক্ষণের নিয়ম

১. সাইটে লগ ইন–
https://rescrutiny.eduboardresults.gov.bd-এ লগইন করতে হবে।

২. তথ্য প্রদান–
নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

৩. মোবাইল নম্বর প্রদান–
মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। 

৪. ফি প্রদান 
পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফল দেখাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি দিয়ে একবার জমা দেওয়ার পরে আরও কয়েক বিষয়ও যুক্ত করা যাবে চাইলে। সেক্ষেত্রে নতুন নম্বর দিতে হবে না।

তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফি ফেরত দেয়া হবে না।