
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাস। সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী কার্যনির্বাহী সদস্য পদে ৪ হাজার ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হওয়ার পর আকাশ দাস যুগান্তরকে বলেন, আমি আসলে খুবই খুশি। আমি নির্বাচিত হয়েছি বলে নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে বিগত ২৫ দিনে, সেটাই আমার আসল জয়ের লক্ষ্য ছিল। নির্বাচিত হওয়ার আগেই আমি জয়ী; জয় নিয়ে আমার আলাদা কোনো প্রতিক্রিয়া নেই।
আকাশ বলেন, একজন প্রতিবন্ধী শিক্ষার্থী যে পরিমাণ অসহনীয় যন্ত্রণা ও সহ্য করতে হয়, তা শুধুমাত্র সেই শিক্ষার্থী ছাড়া কেউ বুঝতে পারে না।
বুলিংয়ের শিকারের বিষয়ে তিনি বলেন, আমাকে বলা হয়েছিল আমি পাকিস্তানি প্রোডাক্ট, জন্ম পরিচয়ের ঠিক নাই, মা-বাবা, ভাই-বোন। আত্মীয়স্বজনসহ সবাইকে রাজাকার থেকে শুরু করে যত রকমের অশালীন মন্তব্য আছে সব করা হয়েছে, এমনকি জন্ম পরিচয় নিয়েও তারা কথা বলেছে।
আকাশ বলেন, আমি শুধু ছাত্রশিবিরের প্যানেলে যুক্ত হয়ে নির্বাচন করেছি। আমি কারো বিরোধিতা বা সমালোচনা করিনি। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমি কোনো প্যানেলের নামে অপপ্রচার করেছি বা মিথ্যা তথ্য প্রকাশ করেছি।
জয়ী হয়ে সমালোচকদের উদ্দেশ্য করে আকাশ দাস বলেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।