
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ (ঢাপসু) সচল করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধ্যক্ষ সাহেলা পারভীন বরবার তিন দফা দাবিতে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে ঢাপসু নির্বাচনের পাশাপাশি শিক্ষার্থাইদের আবাসন সমস্যার সমাধান ও পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবির সভাপতি মিজবাহুল ইসলাম রিফাত জানান, ৩ দফা দাবি জানিয়ে অধ্যক্ষের নিকট স্মারকলিপি জমা দিয়েছি। পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান, পরিবহন ব্যবস্থা চালু এবং ঢাপসু সচল করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে শাখা ছাত্রশিবির সভাপতি মিজবাহুল ইসলাম রিফাত ও সেক্রেটারি আইমেন হোসাইনসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।