
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোন বিবেচনায় চ্যালেঞ্জিং। ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত সন্তোষজনক আচরণ করছে। শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে শনিবার শেষ দিন। এই দিন পর্যন্ত প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন।
ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেছেন, সকাল ১১ টা পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। আগামী ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এরপর ২৬ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
এর আগে গত বুধবার ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।