Image description

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলমান অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়েন বলে নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— এমটিই ২৩ ব্যাচের সিয়াম হাসান, এমটিই ২২ ব্যাচের মাশরাফি বিন মঞ্জু লাবিব এবং সিএসই ২১ ব্যাচের ফারিব সিদ্দিক।

জানা গেছে, এমটিই ২৩ ব্যাচের শিক্ষার্থী সিয়াম হাসান দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসক বলেন ডিহাইড্রেশনের ফলে এমনটা হয়েছে। ফলে তাকে স্যালাইন সরবরাহ করা হয়। দুপুর দেড়টার দিকে এমটিই ২২ ব্যাচের আরেক শিক্ষার্থী মাশরাফি বিন মঞ্জু লাবিবকেও ডিহাইড্রেশন জনিত সমস্যার কারণে স্যালাইন দেয়া হয়েছে।

এদিকে দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে নামাজ পড়া অবস্থাতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন সিএসই ২১ ব্যাচের আরেক শিক্ষার্থী ফারিব সিদ্দিক। তাকে দ্রুত মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং স্যালাইনের পাশাপাশি অক্সিজেন দেওয়া হয়েছে। জানা গেছে, এই শিক্ষার্থীর লিভারজনিত সমস্যার কারণে তাকে ২ ঘণ্টার বেশি না খেয়ে থাকার ব্যাপারে নিষেধ করা আছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত দুর্বলতার কারণে তার এমনটা হয়েছে।

আন্দোলনরত ১৯ ব্যাচের শিক্ষার্থী ‎তৌফিক এলাহি জানান, ইন্টেরিম সরকারের স্বার্থ কী? প্রায় একদিন পার হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অসুস্থ হওয়া শুরু করেছে। এখন ঘণ্টায় ঘণ্টায় একেকজন অসুস্থ হয়ে পড়বে। সরকার কেনো চুপ আছে? তিনজন অসুস্থ হয়ে পড়েছে, লাশ না পড়া পর্যন্ত কি সরকার কোনো পদক্ষেপ নেবে না?