আকাশ ডিজিটাল টিভি এবার ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আকাশ গো (Akash Go) অ্যাপ । এই প্ল্যাটফর্মে বিপিএল ২০২৬ (BPL 2026) এবং চলমান স্প্যানিশ লা লিগা (LaLiga)–এর ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিংসহ হটস্টার স্পেশালস (Hotstar Specials), জিওসিনেমা (JioCinema), জি (Zee) এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ-এর মতো প্রিমিয়াম কনটেন্টগুলো দেখা যাচ্ছে । আকাশ গো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এখন সবার জন্য উন্মুক্ত।
‘আকাশ গো’-তে রয়েছে দুটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্যাক — গো প্রাইম (Go Prime) এবং গো লা লিগা (Go LaLiga) । সাবস্ক্রাইবারগণ তাদের স্মার্টফোন, ট্যাব এবং ওয়েবে (www.akashgo.com) দেখতে পারবেন আকাশ গো-এর অনুষ্ঠান । আকাশ গো ওটিটি অ্যাপে একইসাথে সর্বোচ্চ তিনটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে । আকাশ গো অ্যাপটি গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড) এবং অ্যাপল অ্যাপ স্টোর (আইওএস) থেকে ডাউনলোড করা যাচ্ছে ।
এছাড়াও, আকাশ ডিজিটাল টিভি তাদের ডিটিএইচ (DTH) গ্রাহকদের জন্য দিচ্ছে আকাশ গো কম্প্যানিয়ন অ্যাপ (Akash Go Companion App) । এই অ্যাপের মাধ্যমেও তারা বিপিএল, লা লিগা, দেশী বিদেশী ওয়েব সিরিজ এবং স্থানীয় লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। আকাশ ডিজিটাল টিভি হলো বাংলাদেশের একমাত্র সরকার অনুমোদিত দেশব্যাপী ডাইরেক্ট-টু-হোম (DTH) পে টিভি অপারেটর। কোম্পানিটির লক্ষ্য হলো দেশের দর্শকদের জন্য আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপভোগের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করা।
গ্রাহক চাহিদা এবং নতুন নতুন প্রযুক্তির আগমনের সাথে আকাশ নিরবচ্ছিন্নভাবে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন করে আসছে এবং আকাশ গো ওটিটি প্ল্যাটফর্ম সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ। এই সমন্বিত সেবা সারাদেশে একই মানের ভৌগোলিক কাভারেজ নিশ্চিত করে ।
বিস্তারিত জানতে, ভিজিট করুন www.akashdth.com অথবা কল করুন ১৬৪৪২ নম্বরে।