অল্প সময়ের ব্যবধানে রেডর্কসংখ্যক জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। যার বেশির ভাগ নাটকই মনোযোগ কেড়েছে দর্শকের। চলতি বছরেও এই জুটির ‘ভালো থেকো’, ‘তোমায় পাবো কি’, ‘শালিক বালিকা’, ‘হৃদয়ের রঙ’, ‘আবীর ছোঁয়া’, ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘কাছে আসার সময়’, ‘হিমি’, ‘অগ্নিশিখা’, ‘বউ-এর বিয়ে’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘দুজন দুজনার’, ‘তুমি আমার ছিলে’সহ আরও কিছু নাটক ও ওয়েব সিনেমা ‘তোমার জন্য মন’ দর্শক প্রশংসা কুড়িয়েছে।
সেই সুবাদে ভালোবাসার নতুন গল্প নিয়ে আরও একবার এই জুটিকে ছোট পর্দায় তুলে ধরছেন পরিচালক ইমরাউল রাফাত। নাটকের নাম ‘হ্যাসট্যাগ লাভ’। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
অভিনেতা ইয়াশ রোহানের কথায়, ইমরাউল রাফাতের নির্মাণ নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ তিনি পরীক্ষিত একজন নির্মাতা। সর্বশেষ তাঁর পরিচালনায় ‘ভালো থেকো’ নাটকে আমি ও তটিনী একসঙ্গে অভিনয় করেছিলাম। নাটকটি দারুণ সাড়া ফেলেছিল দর্শকের মনে। সামাজিক মাধ্যমে এই নাটক নিয়ে অনেকে প্রশংসাও করেছেন। তাই ‘হ্যাসট্যাগ লাভ’ নাটকের প্রস্তাব পাওয়ার পর থেকে মনে হয়েছে এবারও ভালো কিছু হবে। গল্প পড়ে সেই আত্মবিশ্বাস গাঢ় হয়েছিল। নির্মাণ শেষে এও অনুমান করতে পারছি, এ নাটকটিও দর্শক মনে ছাপ ফেলবে।
জুটি প্রসঙ্গে ইয়াশের ভাষ্য, ‘দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি কথা মাথায় রেখেই নির্মাতা জুটি গড়েন। দু-তিনটি নাটকে অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে এক নাগাড়ে কাজ করে গেছেন। একের পর এক নাটক দর্শক মনোযোগ কেড়ে নেওয়ায়, জুটি হিসিবেও আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। যেহেতু দর্শকের জন্যই অভিনয় জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে।’
তটিনী বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে ইয়াশ রোহানের বিপরীতে। এর কারণ একটাই, দর্শক বারবার আমাদের জুটি হিসেবে দেখতে চান। সে কারণেই একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। তবে জুটি বেঁধে অভিনয় করলেও দুজনেই সবসময় ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করি। একইভাবে চেষ্টা থাকে, পরিচালকদের নির্দেশ মেনে প্রতিনিয়ত নতুনরূপে পর্দায় নিজেদের তুলে ধরার। ‘হ্যাসট্যাগ লাভ’ নাটকের বেলায় তাঁর ব্যক্রিময় হয়নি। গল্প, চরিত্র, নির্মাণ সব মিলিয়ে নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি।
ইয়াশ-তটিনীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রকি খান, ফকরুল বাসার মাসুম, কামরুন নাহার রুমা, শম্পা নাজিম, শেহতাজ জেবীন প্রমুখ। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন নির্মাতা।